চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল করার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, মিছিলে অংশ নেওয়া সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল করে।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ব্যানার হাতে মিছিলে অংশ নিচ্ছেন। ব্যানারটির নিচে লেখা- ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর’। মিছিলে শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে গত রোববার ভোরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইএ/এসএন