চানখারপুলে শহিদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ আজ (বুধবার, ১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এতে সাক্ষ্য দেবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ তদন্তকারীর কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায়, মানবতাবিরোধী অপরাধের মামলার ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এ মামলায় ১৩ তম ব্যক্তি হিসেবে গতকাল সাক্ষ্য দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ইমরান আহমেদ।
এছাড়াও আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ হবে। অন্যান্য মামলায় হাজির করা হবে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ মোট ২৭ আসামিকে।
টিএম/এসএন