ভারতের ক্রিকেটের দুই তারকা যদি দলে থাকতে চান, তবে তাদেরকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে।
এই বার্তাটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তারা টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে ক্রিকেটে এখনো দেশের হয়ে খেলছেন।
ঘরোয়া সূচিতে প্রথম ধাপ হতে পারে ২৪ ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফি ম্যাচ।
এই ম্যাচটি তিন ম্যাচের দক্ষিণ আফ্রিকা সিরিজ (ডিসেম্বর ৩-৯) এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (জানুয়ারি ১১) মধ্যে অনুষ্ঠিত হবে।
বোর্ড ও টিম ম্যানেজমেন্ট তাদের জানিয়েছে, ‘যদি তারা (রোহিত-কোহলি) ভারতের হয়ে খেলতে চান, তবে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। কারণ তারা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ-ফিট থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলাটা জরুরি।’
রোহিত ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে যে তিনি বিজয় হাজারে ট্রফি খেলতে প্রস্তুত।
কোহলির খেলার বিষয়ে এখনো নিশ্চিততা নেই। রোহিত অনুশীলন করছেন এবং ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া সৈয়দ মুস্তাফা আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলার সম্ভাবনা রয়েছে।
নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, ‘যখন খেলোয়াড়রা সময় পান, ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের ধার ধরে রাখার একমাত্র উপায়। কোহলি ও রোহিত পরীক্ষা-নিরীক্ষার আওতায় নেই, তারা ইতিমধ্যেই ক্রিকেটে যা অর্জন করেছেন তা যথেষ্ট।’
গত মৌসুমে কোহলি দিল্লির হয়ে, আর রোহিত মুম্বাইয়ের হয়ে একবার রঞ্জি ট্রফিই খেলেছিলেন। বোর্ড আশা করছে, ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে তারা ম্যাচ-ফিট থেকে দেশের হয়ে ওয়ানডে খেলায় অবদান রাখতে পারবেন।
পিএ/এসএন