এস এস রাজামৌলি আর মহেশ বাবুর পরবর্তী মহাকাব্যিক চলচ্চিত্র ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। আপাতত নাম ‘এসএসএমবি ২৯’ হলেও, ছবির আসল নাম নিয়ে চলছে জোর জল্পনা। বহুদিন ধরে গুঞ্জন ছিল-ছবিটির নাম হবে ‘বারাণসী’। কিন্তু হঠাৎই প্রকাশিত হয়েছে এক উচ্ছ্বাসভরা গান-‘সঞ্চারী’। এই গান প্রকাশের পরই ভক্তদের মনে প্রশ্ন-তাহলে কি ছবির নাম আসলেই ‘সঞ্চারী’? নাকি এটি রাজামৌলির কৌশলী বিভ্রান্তি সৃষ্টি করার উপায়?
বিশ্বভ্রমণ ঘিরে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া ও প্রিথ্বিরাজ সুকুমারন। এমন তারকাবহুল আয়োজন স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের প্রত্যাশাকে আকাশছোঁয়া করে তুলেছে। রাজামৌলির প্রতিটি ছবিই যেন একেকটি নতুন জগতের দরজা খুলে দেয়-তাই এবারও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু এই নাম-রহস্য।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আসছে ১৫ নভেম্বর। সেদিন হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে জমকালো আয়োজনে উন্মোচিত হবে ছবির আনুষ্ঠানিক নাম। ততক্ষণ পর্যন্ত ভক্তদের আলোচনা, অনুমান আর সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কই যেন ‘সঞ্চারী’র মতোই ছড়িয়ে পড়েছে চারদিকে।
পিএ/এসএন