দিল্লিতে বিস্ফোরণ : হারিয়ানার মেডিক্যাল কলেজে ১২ দিন রাখা ছিল গাড়িটি

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় হওয়া ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িটি ঘটনার আগে প্রায় ১২ দিন ধরে রাখা ছিল হারিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে।

তদন্তকারী সংস্থার তথ্যে জানা গেছে, সন্দেহভাজন অভিযুক্ত ডা. উমর নবি ১০ নভেম্বর সকালে ওই গাড়িটি কলেজ ক্যাম্পাস থেকে বের করে দিল্লির পথে রওনা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে, দিল্লির পুরনো এলাকার লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ধীরগতিতে চলতে থাকা গাড়িটিতে হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় গাড়িটি। আশপাশের যানবাহন ও পথচারীরাও আহত হন।

ডা. উমর নবি ২৯ অক্টোবর ফরিদাবাদের সোনু নামের এক গাড়ি বিক্রেতার কাছ থেকে গাড়িটি কেনেন। একই দিন তিনি গাড়িটির দূষণ নিয়ন্ত্রণ (পিইউসি) সার্টিফিকেট নেওয়ার জন্য বাইরে যান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ‘রয়্যাল কার জোন’ নামের অফিসের পাশের পিইউসি বুথে গাড়িটি দাঁড়িয়ে আছে।

পরে তিনি গাড়িটি নিয়ে আল-ফালাহ মেডিক্যাল কলেজে যান এবং সেখানে সহকর্মী ডা. মুজাম্মিল শাকিলের সুইফট ডিজায়ারের পাশে পার্ক করেন। তদন্তে জানা গেছে, এই শাকিলই সোমবার সকালে ‘বিস্ফোরক জব্দের’ ঘটনায় গ্রেপ্তার হন। তার গাড়ি নিবন্ধিত ছিল আরেক চিকিৎসক ডা. শাহিন সাঈদের নামে, যার গাড়ি থেকে পুলিশ একাধিক রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করে।

২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ওই গাড়িটি কলেজ প্রাঙ্গণেই পার্ক করা ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। ১০ নভেম্বর সকালে সহযোদ্ধা ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল আহমদ রাদার গ্রেপ্তারের খবরে নবি আতঙ্কিত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন।

এরপর গাড়িটিকে কনট প্লেস ও মায়ূর বিহার এলাকায় দেখা যায়। বিকেল ৩টা ১৯ মিনিটে চাঁদনি চক এলাকার সুনেহরি মসজিদের পার্কিংয়ে গাড়িটি প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডা. নবি নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি কোনো সময় গাড়ি থেকে নামেননি।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত গাড়িটি সেখানেই ছিল—এর পরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল আহমদ রাদারকে সোমবার সকালে জম্মু ও কাশ্মীর এবং হারিয়ানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক ও অস্ত্র। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই উমর নবি আতঙ্কিত হয়ে ‘ভুলক্রমে’ বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন।

লখনউয়ের নারী চিকিৎসক ডা. শাহিন সাঈদকেও মঙ্গলবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেএম)-এর নারীবিভাগ গঠনে কাজ করছিলেন তিনি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এটি আত্মঘাতী হামলা নয়, বরং বিস্ফোরক স্থানান্তর বা নিস্তেজ করার চেষ্টা চলাকালে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নবি যে বিস্ফোরক (আইইডি) তৈরি করেছিলেন তা সঠিকভাবে সংযোজন করা হয়নি—ফলে বিস্ফোরণের প্রভাব সীমিত ছিল।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এখনো হাসপাতালে হাসান মাসুদ Nov 12, 2025
img
রূপালী ব্যাংকের সাবেক এমডি ও পরিবারেরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Nov 12, 2025
img
বাঙালি মূলত ক্ষমতাকে ভয় পায় : গোলাম মাওলা রনি Nov 12, 2025
img
আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল Nov 12, 2025
img
বক্স অফিসে ব্যর্থ ইমরান হাশমি-ইয়ামি গৌতমের ‘হক’ Nov 12, 2025
img
সিস্টেম মেনে চলার গুরুত্ব তুলে ধরলেন অম্বরীশ ভট্টাচার্য Nov 12, 2025
img
মেয়ের চোখে প্রিয় নায়ক শাকিল খান নিজেই Nov 12, 2025
ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা লং মার্চ Nov 12, 2025
খুলনায় সেনাবাহিনীর ৪৪তম সম্মেলনে সেনাপ্রধান Nov 12, 2025
img
বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিচ্ছেন না মেসি! Nov 12, 2025
img
শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি Nov 12, 2025
img
দুই যুগ পর জামালপুরে ‘রক ফেস্ট’ Nov 12, 2025
img
শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের বিশেষ আদেশ Nov 12, 2025
img
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে থাকার ঘোষণা সাদিক কায়েমের Nov 12, 2025
img
শাপলা চত্বরের ঘটনায় প্রতিবেদন দাখিলে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল Nov 12, 2025
img
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি Nov 12, 2025
img
দুদকের মামলায় বন বিভাগের ফরেস্টার কারাগারে Nov 12, 2025
img
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন খুনের কারণ জানাল পুলিশ Nov 12, 2025
img
সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি Nov 12, 2025
img
বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত Nov 12, 2025