‘ফ্যামিলি ম্যান ৩’ থেকে সরে যাওয়া নিয়ে মুখ খুললেন পরিচালক সুপর্ন

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এর ব্যাপক সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। রাজ ও ডিকে-র সঙ্গে মিলে যিনি ভারতের অন্যতম জনপ্রিয় এই ওয়েব সিরিজটি লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন। কিন্তু আসন্ন সিজন ৩-এর ট্রেলার এলেও তিনি নেই। অবশেষে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ থেকে নিজের অনুপস্থিতি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন নির্মাতা সুপর্ন এস. ভার্মা।

বর্তমানে ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত তার নতুন চলচ্চিত্র ‘হক’ প্রেক্ষাগৃহে সাফল্যের মুখ দেখছে। এই সিনেমার প্রচারণার ফাঁকেই তিনি ‘ফ্যামিলি ম্যান’-এর সঙ্গে তার গভীর আবেগ ও সরে আসার কারণ ব্যাখ্যা করেন।

কেন তিনি তৃতীয় সিজনের অংশ নন? এই প্রশ্নের জবাবে সুপর্ন শান্ত হেসে বলেন, ‘আসলে, আমাকে দ্বিতীয় সিজনের জন্য লেখা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর আমি খুব আনন্দের সঙ্গে তা করেছিলাম। কিন্তু আমাদের পেশার স্বভাবটাই এমন যে আমরা একরকম যাযাবর—এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি।’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘আমরা এক জায়গায় তাঁবু খাটি, নতুন মানুষদের সঙ্গে মিশি, এক ধরনের এনার্জি তৈরি করি, তারপর সেই তাঁবু গুটিয়ে আবার অন্যত্র নতুন তাঁবু খাটি। এ এক চলমান মহাবিশ্ব—যা আমরা গড়ে তুলি, ভেঙে ফেলি, আবার নতুন করে গড়ে তুলি।’

তবে ভক্তদের জন্য আশার কথাও শুনিয়েছেন সুপর্ন। প্রিয় এই প্রকল্প থেকে সরে এলেও তিনি ফেরার দরজা পুরোপুরি বন্ধ করেননি। তিনি বলেন, ‘দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। কে জানে—সিজন ৪ বা ৫ হয়তো আবার আমাদের একসঙ্গে নিয়ে আসবে।’

সুপর্ন জানান, সিজন ৩-এর শুটিংয়ের সময় তিনি ‘রানা নাইডু’ ও ‘হক’ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি সিজন ৩-এর অংশ ছিলাম না... তবে ট্রেলার দেখেছি, আমার মনে হয়েছে—এটা দারুণ হতে চলেছে।’ হাসতে হাসতে তিনি যোগ করেন, ‘শ্রীকান্ত ও তার পরিবার এবারও বেশ ঝামেলায় পড়েছে, কিন্তু আমি নিশ্চিত—শ্রীকান্ত আর জেকে এবারও তাদের মতো করে দুনিয়া বাঁচিয়ে ফেলবে।’

দ্বিতীয় সিজনে তামিল টাইগার্সের মতো সংবেদনশীল বিষয় সামলানো নিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক গবেষণা করেছি, বিভিন্ন অনুভূতিকে শ্রদ্ধা জানিয়েছি... যখন আপনি কোনো এজেন্ডা ছাড়াই লেখেন, তখন লেখাটা সৎ হয়। আর আমি বিশ্বাস করি—সেই সততাই দর্শকের সঙ্গে সংযোগ ঘটায়।’

সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ীর প্রশংসায় সুপর্ন বলেন, ‘মনোজ বাজপেয়ী বিশ্বের সেরা অভিনেতাদের একজন। এমন কিছু নেই, যা তিনি করতে পারেন না। সবচেয়ে বেশি অবাক লাগে তার শিশুসুলভ কৌতূহল দেখে—তিনি সেটে আসেন বিস্ময়, ভয় আর ক্ষুধা নিয়ে; সেই এনার্জিই আশপাশের সবাইকে আরও ভালো করে তোলে।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী Nov 12, 2025
img
পিয়াল হাসানের নতুন গান, সঙ্গে স্মরণ Nov 12, 2025
img
এবার আরেক উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে জিডি Nov 12, 2025
img
দাদাসাহেব ফালকে বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির খান Nov 12, 2025
img
সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি পরিবর্তন হচ্ছে : অর্থ উপদেষ্টা Nov 12, 2025
img
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন Nov 12, 2025
img
আওয়ামী ফ্যাসিস্টদের থেকে সাবধান : আমান উল্লাহ আমান Nov 12, 2025
img
মন্ত্রীর দুর্নীতি ধরবে কে, প্রশ্ন তাসনিম জারার Nov 12, 2025
img
হৃদরোগে ভুগছেন অস্কার, ভাবছেন অবসরের কথা Nov 12, 2025
img
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা Nov 12, 2025
img
জীবনের টাকা কামিয়ে নেওয়া সহজ সম্মান অর্জন সহজ নয়: দেব Nov 12, 2025
img
নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই: সালাহউদ্দিন Nov 12, 2025
img
টাঙ্গাইলে মহিলা দলের ৪ নেত্রী বহিষ্কার Nov 12, 2025
img
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার Nov 12, 2025
img
না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর দিপংকর Nov 12, 2025
img
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা, যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Nov 12, 2025
img
পতিত ফ্যাসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে: চরমোনাই পীর Nov 12, 2025
img
পতিত সরকার ওত পেতে আছে নির্বাচন বানচাল করতে: রিজভী Nov 12, 2025
img
গোল দিয়ে একবারই ক্ষমা চেয়েছেন মেসি Nov 12, 2025
img
মাহমুদুলের ঝলমলে সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ Nov 12, 2025