সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে মিথ্যা খবর, হেমার নিন্দা
মোজো ডেস্ক 12:50PM, Nov 12, 2025
মিথ্যাচার ও দায়িত্বহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া জানালেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। তিনি বলেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ।”
হেমা মালিনীর এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে সামাজিক দায়বদ্ধতা ও সংবাদ প্রচারের নৈতিকতার গুরুত্ব। তাঁর মতে, অসত্য খবর ছড়িয়ে দেওয়া কেবল ব্যক্তিগত সম্মান নষ্ট করে না, বরং সমাজে বিভ্রান্তি এবং অবিশ্বাসও সৃষ্টি করে। অভিনেত্রী সতর্ক করেছেন, তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনুরাগীরা সমর্থন জানাচ্ছেন হেমা মালিনীর কঠোর মন্তব্য ও ন্যায্য প্রতিক্রিয়ার জন্য।