অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। তার আগে একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া। অনেক আগেই নিশ্চিত হয়েছে, ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক প্যাট কামিন্স খেলতে পারবেন না প্রথম টেস্টে। এবার আরও দুই পেসার ইনজুরিতে পড়েছেন। যার কারণে প্রথম টেস্টে তাদের পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।
অ্যাশেজের আগে নিজেদের ঝালিয়ে নিতে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শেফিল্ড শিল্ড খেলছেন। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা জশ হ্যাজেলউড ও শন অ্যাবট দুইজনই ইনজুরি নিয়ে আজ মাঠ ছেড়েছেন।
এই দুই পেসারই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে রয়েছেন। তবে তাদের ইনজুরি কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং নিউ সাউথ ওয়েল (এনএসডব্লিউ) থেকেও কোনো বিবৃতি আসেনি। তবে এই দুই পেসার যদি ইনজুরিতে পড়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান, তবে অস্ট্রেলিয়ার দলের জন্য এটি হবে বড় এক ধাক্কা।
এদিকে হ্যাজেলউড ছিটকে গেলে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কে খেলবেন না নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, যদি ইনজুরিতে ছিটকে যান হ্যাজেলউড তবে অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে ব্রেন্ডন ডগেটকে।
চলমান শেফিল্ড শিল্ডের ম্যাচে ভিক্টোরিয়ার মুখোমুখি হয়েছে নিউ সাউথ ওয়েল। প্রথম ইনিংসে হ্যাজেলউড কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট তুলে নিয়েছেন তিনি। অপরদিকে এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন শন অ্যাবট। প্রথম ইনিংসে একটি উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার।
আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে এবারের অ্যাশেজ। আগেই জানা গেছে, অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স ইনজুরিতে ছিটকে গেছেন। যার কারণে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
টিএম/এসএন