সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য। প্রথমে মাত্র ২.২ ওভারে আয়ারল্যান্ডের বাকি ২ উইকেট তুলে নেয়ার পর ব্যাট হাতেও দারুণ শুরু করেছে টাইগাররা।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। দুই ওপেনার সাদমান ও জয় ফিফটির দেখা পেয়েছে।
প্রথম ইনিংসে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।
একের পর এক ক্যাচ মিস না করলে হয়তো প্রথম দিনেই অল আউট করা যেত আয়ারল্যান্ডকে। তবে দ্বিতীয় দিনে আইরিশদের গুটিয়ে দিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়েছে তারা।
৯২তম ওভারে ম্যাথু হামফ্রেসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। হামফ্রেস রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। তার পরের ওভারে ব্যারি ম্যাককার্থিকে বোল্ড করেন হাসান মাহমুদ।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ।
এরপর ব্যাটিংয়ে নেমেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার জয় ও সাদমানের ব্যাটে চড়ে মধ্যাহ্ন বিরতির আগে বিনা উইকেটে ১০৯ রান তুলে নিয়েছে তারা। জয় ৫০ ও সাদমান ইসলাম ৫৮ রানে অপরাজিত আছেন।
এমকে/এসএন