চিত্রনায়ক শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক তার বাবা- এমনটাই জানাল শাকিলের মেয়ে। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’–এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন একসময়ের জনপ্রিয় এ নায়ক। অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তাঁর সঙ্গে কন্যাও ছিল।
সাংবাদিকরা এক সময় মেয়ের কাছে জানতে চান, বাংলা চলচ্চিত্র দেখে কি না। সে জানায় দেখে। জানতে চায়, বাংলা চলচ্চিত্রের পছন্দের নায়ক কে?
তখন সে জানায় একমাত্র পছন্দের নায়ক বাবা।
শাকিল খান ২০০২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা জনাকে।
পরের বছর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সে ঘরে তাদের এক পুত্র সন্তান রয়েছে। এরপর বিয়ে করেন শারমিনকে। তিনি একজন নারী উদ্যোক্তা।
এ ঘরেই কন্যা সন্তানের জন্ম হয়।
এসএন