মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রশাসনের অভিবাসন সংস্কারের বিষয়ে অবস্থান নরম করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রতিভাবান লোক নেই। তাই বিদেশি প্রতিভা দরকার।
এজন্য তিনি এইচ-১ বি ভিসার মাধ্যমে দক্ষ কর্মী নেয়ার পক্ষে। মঙ্গলবার (১১ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব বলেন।
এইচ-১ বি ভিসা ইস্যুতে ট্রাম্পের আশ্চর্যজনকভাবে অবস্থান পরিবর্তনের বিষয়টি এসেছে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে।
সঞ্চালক লরা ইনগ্রাহামের সাথে কথা বলার সময়, তিনি দক্ষ অভিবাসী কর্মীদের গুরুত্বের পক্ষে যুক্তি দেন এবং বলেন, যথাযথ প্রশিক্ষণ ছাড়া আমেরিকা দীর্ঘমেয়াদী বেকার আমেরিকানদের উৎপাদন ও প্রতিরক্ষা ক্ষেত্রে জটিল দায়িত্ব পালনের জন্য পুনরায় নিয়োগ করতে পারে না।
তাহলে এইচ-১ বি ভিসা বিধিনিষেধ কি প্রশাসনের জন্য বড় অগ্রাধিকার হবে না, জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে প্রতিভাবান ব্যক্তিদের আনা দরকার।
এরপর যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, যুক্তরাষ্ট্রে কি প্রয়োজনীয় প্রতিভা নেই, তখন ট্রাম্প উত্তর দেন, ‘না, তোমাদের নেই। তোমাদের নেই... তোমাদের নেই। তোমাদের নির্দিষ্ট ক্ষেত্রে যথার্থ প্রতিভা নেই। তাদের কাজ শিখতে হবে।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন তার প্রশাসন ব্যাপক অভিবাসন দমন অভিযানের মধ্যে এইচ-১ বি ভিসা কর্মসূচির সমালোচনা করছে।
সেপ্টেম্বরে, ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে নতুন এই ভিসা আবেদনের উপর ১ লাখ ডলার এর মোটা অঙ্কের ফি আরোপ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ইএ/এসএন