কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অর্চিতা স্পর্শিয়া। তার মুখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে কয়েক দিন বিশ্রামে ছিলেন। এরপর কাজেও ফিরেছেন।
মঙ্গলবার শুটিং শুরু করেছেন বলে জানালেন অভিনেত্রী।
জানা গেছে, নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন স্পর্শিয়া। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই প্রজেক্টটি নিয়ে কথা বলা একেবারে নিষেধ।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে এই ওয়েব সিরিজটির শুটিং এত দিন আটকে ছিল।
তাই সুস্থ হয়েই যোগ দিলেন শুটিংয়ে।
অভিনেত্রী বললেন, ‘এমনিতে কাজ কম করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি।
কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে। তার আগপর্যন্ত ধৈর্য ধরতে হবে।’
২০১১ সালে বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু স্পর্শিয়ার। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন।
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তার অভিষেক ঘটেছে।
এসএন