এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যদি কোনো মন্ত্রী দুর্নীতি করেন, মানবাধিকার লঙ্ঘন করেন, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করেন, তাকে ধরার উপায় কী, কে তার জবাবদিহি নিশ্চিত করবেন? যার জবাবদিহি নিশ্চিত করার কথা, তার নিয়োগকর্তা উনি নিজেই।
রাজধানীতে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই নেত্রী বলেন, জুডিশিয়ারির ক্ষেত্রেও প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, আবার রাষ্ট্রপতিকে নিয়োগ দেবে এমপিরা। এমপিদের আবার হাত-পা বাঁধা। রাষ্ট্রের প্রত্যেকটা শাখায় এক জায়গায় তাদের পাওয়ার কনসেপ্ট নির্ভর করে। তাদের আর উপায় নেই প্রধানমন্ত্রীকে জবাবদিহি রাখবে। প্রধানমন্ত্রীর ওপরে রাষ্ট্রপতি আছেন। কিন্তু দুটি কাজ ছাড়া সব কাজ প্রধানমন্ত্রীর মাধ্যমে করতে হয়।
তাসনিম জারা বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করেন, যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যদি জনগণের পক্ষে কাজ না করেন, তাহলে তাকে সরানোর উপায় কী? সরানোর একমাত্র উপায় নির্বাচন। সেই নির্বাচন নিয়েও সমস্যা। আমরা এমন একটা সমস্যায় আটকে গেছি, আমাদের প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজ হয়, মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে তাকে সরানোর আর উপায় নেই, তখন মানুষকে রাস্তায় নামতে হয়, জান জীবনের মায়া উপেক্ষা করে সরকারকে উৎখাত করতে হয়েছে। যেটি গত বছর জুলাই-আগস্টে করতে হয়েছে। ওই ব্যবস্থাই আমরা টিকিয়ে রাখব, ওই ব্যবস্থাই থাকবে। সেই ব্যবস্থা টিকিয়ে রেখে আমরা আবারও সামনে এগোবো গণ-অভ্যুত্থানের পরও।