নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী
মোজো ডেস্ক 04:34PM, Nov 12, 2025
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ছাড়া ‘জুলাই সনদ’-এর কোনো আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন, তারা সংসদের বৈধ প্রক্রিয়ায় না গিয়ে ভিন্ন পথে বিষয়টি এগিয়ে নিচ্ছেন।’
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘সরকারের ভেতরেই ভূত রয়েছে। তারা প্রকৃত শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছে।’
তিনি আরও দাবি করেন, আগাম গণভোটের প্রস্তাব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র।