স্কোরবোর্ডে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান। ব্যাটিংয়ে নামা তিনজনই করেছেন অন্তত ৮০ রান। ডাবল সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয়। নিজেদের টেস্ট ইতিহাসে এমন দিন খুব কমই কাটিয়েছে বাংলাদেশ।
কিন্তু দিনের শেষে দুঃসংবাদ পেয়েছেন নাহিদ রানা। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় খেলা শেষ হওয়ার আগেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তরুণ এই পেসারের। একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন প্রতিপক্ষের অভিষিক্ত ব্যাটার ক্যাড কারমাইকেলের শরীর বরাবর থ্রো করায় এই শাস্তি পেয়েছেন নাহিদ। এটিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে আইসিসি।
ঘটনা আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। নাহিদের একটি ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন কারমাইকেল। ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করেন নাহিদ। যা লাগে কারমাইকেলের গায়ে। অভিষিক্ত ব্যাটার তখনও ছিলেন ক্রিজের ভেতরেই।
আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন নাহিদ। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এসএস/টিএ