টলিউডের জনপ্রিয় ও স্নিগ্ধ মুখ কোয়েল মল্লিক সবসময়ই নিজের পরিণত ভাবনা ও ইতিবাচক জীবনদর্শনের জন্য দর্শকের কাছে আলাদা সম্মান পেয়েছেন। তিনি জীবনের গভীর এক সত্য তুলে ধরেছেন “আমি মনে করি, সময়ই সেরা শিক্ষক।”
কোয়েলের ভাষায়, “সময়ই মানুষকে চিনতে শেখায়, শক্ত হতে শেখায়।” অর্থাৎ, জীবনের প্রতিটি উত্থান-পতন, সুখ-দুঃখ কিংবা হারানোর অভিজ্ঞতা মানুষকে নতুন করে গড়ে তোলে। বই বা পরামর্শ নয়, জীবনের কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় এই বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী।
কোয়েল আরও ইঙ্গিত দিয়েছেন, জীবনের পথচলায় কে আপন, কে পর—এই সত্য চেনা সহজ নয়। সময়ের ভেতর দিয়েই আমরা শিখি কাকে বিশ্বাস করতে হবে, কোথায় নিজেকে শক্ত রাখতে হবে।
অভিনেত্রীর এই পরিণত বক্তব্য ইতিমধ্যেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকে মন্তব্য করেছেন, কোয়েলের এই জীবনবোধ আজকের দ্রুত পরিবর্তনশীল সময়ে এক অনুপ্রেরণার আলো।
তিনি শুধু পর্দার অভিনেত্রী নন, বাস্তব জীবনের দার্শনিকও এমনটাই বলছেন তাঁর অনুরাগীরা। কারণ, কোয়েল মল্লিক যে “সময়ই সেরা শিক্ষক” এই সত্যকে জীবনের বাস্তবতার সঙ্গে মিশিয়ে এক অনন্য প্রজ্ঞার ভাষায় তুলে ধরেছেন।
আরপি/টিএ