বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ‘স্টারকিড’দের একজন হলেন আরিয়ান খান। যিনি ২৭ বছর পেরিয়ে আজ ২৮ বছরে পা রাখলেন। তবে শুধু মাত্র স্টার কিড হওয়ার কারণে নয় নিজের প্রথম পরিচালিত কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়েও ব্যাপক আলোচিত এই তরুণ।
পর্দার পিছনে থাকলেও অভিনেতা হিসাবেও নাকি বেশ ভাল আরিয়ান। শুধু সৃজনশীলতা নয়, ব্যবসায়িক দিক নিয়েও যথেষ্ট সচেতন তিনি। যার প্রমাণ মেলে ২৮ বছর বয়সী আরিয়ানের সম্পত্তির পরিমাণ দেখলে।
বলিউডে কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ানের। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষের বেশি। সেখান থেকেও আয় করেন তিনি।
২০২৩ সালে বাবার সঙ্গে জোট বেঁধে পোশাকের একটি ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। সেখানে জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা, টি-শার্টের দাম ২৪ হাজার টাকা এবং হুডি পাওয়া যায় ৪৫ হাজার টাকায়। এই ব্র্যান্ডের জন্য উদ্যোক্তাও হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় উচ্চ মানের মদও বাজারে এনেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের প্রচার করেছেন ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মধ্যেও।
আরিয়ানের গাড়ির সম্ভারও বড়। সেখানে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ গাড়ি রয়েছে। এর সঙ্গে দিল্লির বিলাসবহুল এলাকায় ৩৭ কোটি টাকার একটি বাড়িও রয়েছে তার। বর্তমানে তিনি ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক!
১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম আরিয়ানের। পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুল থেকে। শোনা যাচ্ছে, ওটিটি মঞ্চে সাফল্যের পরে এবার বড় পর্দার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান।
আরপি/টিএ