২০২৪ সালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বিচ্ছেদের এক মাসের মধ্যেই তৃতীয় বিয়েতে আলোচনায় আসেন শোয়েব। অন্যদিকে, ছেলেকে নিয়ে এখন দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন সানিয়া, কাজের সূত্রে মাঝেমধ্যে যাতায়াত করেন মুম্বইয়ে।
বিচ্ছেদের পর একাকী মাতৃত্ব আর মানসিক চাপে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন সানিয়া। সেই কঠিন অধ্যায়ে পাশে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু, বলিউড পরিচালক ফারাহ খান। সম্প্রতি ফরাহর ইউটিউব শোতে অংশ নিয়ে সেই সময়ের আবেগঘন স্মৃতি তুলে ধরেন দু’জনেই।
ফারাহ বলেন, “সেদিন সানিয়া থর থর করে কাঁপছিল। আমি আগে কখনও ওর এমন প্যানিক অ্যাটাক দেখিনি। তাই শুটিং ছেড়ে, পরনের পাজামা আর হাওয়াই চটি নিয়েই ছুটে গিয়েছিলাম ওর বাড়িতে।”
সানিয়া সম্মতি জানিয়ে বলেন, “তুমি না এলে সেদিন শুটিং করতে পারতাম না।” বিচ্ছেদের পর সন্তানকে একা মানুষ করা, নিজের ক্যারিয়ার সামলানো সব মিলিয়ে লড়াই এখনও চলছে সানিয়ার। তবে জীবনের এই কঠিন সময়টায় ফরাহর মতো বন্ধুকে পাশে পেয়ে কৃতজ্ঞ টেনিস তারকা।
এসএস/টিএ