জামায়াতে ইসলামি কোনদিনও এই দেশের মঙ্গল চায়নি বলেন মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে শহরের রেলগেট ট্রাক টার্মিনালে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনায় সভায় তিনি এ মন্তব্য করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যন্য নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
পল্টন সমাবেশে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের বক্তব্য শুনলে মনে হয় তারা যেন বাংলাদেশের তখতে বসে গেছেন। তারা বলে নির্বাচন করবো না, নির্বাচনের আগে গণভোট চাই, গণভোট না হলে কোন ভোট বাংলাদেশে হবে না। তার অর্থ তারা ভোট চায় না, ভোটে গেলে হেরে যাওয়ার ভয় আছে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে আল বদর, আল শামস গঠন করে পাক বাহিনীর সাথে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তরুণ মা-বোনদের পাকিস্থানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। যার জন্য আজও বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেনি তারা।
জনসাধারণকে উদ্দেশ্য করে ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের ভোট আদায়ের চেষ্টা করবে তারা।আপনারা ঐ পথে পা দিবেন না। কারন ধর্মেই মানা আছে, ধর্ম নিয়ে রাজনীতি করো না।
এমআর/টিএ