রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কাওরান বাজার থেকে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।’
এদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
এবি/টিকে