রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল জব্দ করেছে র্যাব।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-২ এর পাঠানো বার্তায় এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় র্যাব-২ এর বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিনরাস্থা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করা হয়।
এসব বস্তু র্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট দিয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এবি/টিকে