আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র্যাব-১১। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের চাষাঢ়া মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানায় র্যাব।