চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার কেডিএস লজিস্টিক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা আইনের মামলায় ২টি এবং বিদ্যুৎ আইনে ১টি মামলাসহ মোট তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি আরো বলেন, আবুল কাশেম পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, তিনি সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশিয়াইশ ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
এমআর/টিএ