বলিউড অভিনেতা প্রেম চোপড়া জীবন ও পরিশ্রমের বাস্তবতা নিয়ে সরল অথচ গভীর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “কারোর কাছ থেকে বিনামূল্যের কিছু আসে না। যদি আপনি তার প্রাপ্য হন, তখনই তা পাবেন।”
এই মন্তব্যে ফুটে উঠেছে এক কঠোর সত্য—সাফল্য, সম্মান বা সুযোগ কোনো ছাপানো রূপকথার মতো হঠাৎ আসে না। তা অর্জন করতে হয় পরিশ্রম, ধৈর্য ও যোগ্যতার মাধ্যমে। প্রেম চোপড়া, যিনি বহু ছবিতে দর্শকদের মন জয় করেছেন, তার এই বক্তব্য যেন নতুন প্রজন্মকে সতর্ক করে দেয়, যে জীবনে কিছুই সহজে মেলে না।
শিল্পী হিসেবে তার দীর্ঘ পথচলা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় এই বক্তব্যের সঙ্গে মিলে যায়। প্রেম চোপড়ার কথাগুলো শুধু চলচ্চিত্র জগতে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণার উৎস হিসেবে কাজ করতে পারে। এটি স্মরণ করিয়ে দেয়, যিনি প্রাপ্য, তিনি তার জন্য যথাযথ চেষ্টা করবেন এবং সেই অর্জনই চূড়ান্ত।
আইকে/এসএন