চব্বিশের ৫ আগস্ট জনগণের আইন হাতে তুলে না নেয়াকে শেখ হাসিনা দুর্বলতা ভাবছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করার আগে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
হেলাল উদ্দিন বলেন, ‘৫ আগস্ট জনগণের আইন হাতে তুলে না নেওয়া কে দুর্বলতা মনে করছে শেখ হাসিনা। তাই বিদেশে বসে কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’
যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে মানুষ সারা দেশ ঘেরাও করে আওয়ামী সন্ত্রাসীদের আইনের হাতে তুলে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
যেখানে আগুন সন্ত্রাস সেখানেই প্রতিরোধ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান জামায়াতের এই নেতা বলেন, ‘পাড়া মহল্লায় দুর্গ গড়ে তোলে ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেসক্লাব ও পল্টন মোড় প্রদক্ষিণ করে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা রোধে ৩২ নম্বরে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন শ্লোগান দিচ্ছেন তারা।
নাশকতা প্রতিরোধের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনাসহ জড়িতদের দ্রুত সর্বোচ্চ সাজা ফাঁসির রায়ের ঘোষণা ও কার্যকরের দাবিও জানিয়েছে নেতাকর্মীরা।
ইএ/এসএন