লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এবং চান্দ্রার পুলিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে ফরিদপুর আন্তঃজেলা ও ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এবং চান্দ্রার পুলিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে রাখায় ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল। তবে সুয়াদীতে এখনও গাছের গুড়ি পরে রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কে মুনসুরাবাদও টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছি। জেলা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভাঙ্গার পুলিয়া এলাকায় এক ঘণ্টার মধ্যেই অবরোধ উঠে গেছে। তবে সুয়াদীতে এখনও রয়েছে।
গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমাদের রুটে বাস চলাচল বন্ধ আছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে অনেক যাত্রী যাত্রা স্থগিত রাখতে বাধ্য হন এবং অর্ধদিবসের কর্মসূচিতে বিঘ্ন দেখা দেয়।
অপরদিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাধবপুর অংশে ভোরে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় প্রায় ১০ মিনিট যানবাহন চলাচল ব্যাহত হওয়ার কথা পুলিশ জানায়। তবে সেখানে অবরোধ তীব্র হয়ে উঠতে পারেনি এবং চলাচল দ্রুত পুনরায় স্বাভাবিক করা হয়।
স্থানীয়রা জানান, সড়ক অবরোধকারীদের সংখ্যা সময়ের সাথে বাড়ছিল এবং কিছু ক্ষেত্রে দেশীয় অস্ত্র—দা ও লাঠিসহ কয়েকজন অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থান নিয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে রয়েছে।
ইএ/এসএন