কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের আনাগোনা কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, কলাভবন, কেন্দ্রীয় পাঠাগার, টিএসসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, বিভিন্ন ইন্সটিটিউট ও বিভাগে নিরাপত্তাজনিত কারণে ক্লাস স্থগিত করা হয়েছে। ইতিহাস বিভাগের মাস্টার্সের মিডটার্ম পরীক্ষাও স্থগিত হয়েছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী বুরহান উদ্দিন বলেন, অনিবার্য কারণে আমাদের মিডটার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। অর্থনীতি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসও স্থগিত করা হয়েছে।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরফাতুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, আজ আমাদের দুটি ক্লাস ছিল। নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে
এদিন ঢাবির অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল। তরঙ্গ বাসের চালক আফজাল বলেন, অন্যদিন শিক্ষার্থীরা আসলে দুইতলাও ভরপুর থাকে। আজ নিচ তালার অনেক সিট খালি ছিল।
উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ ছোট একটি ইউনিটকে পাহারা দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
আরপি/এসএন