বর্তমানে ব্রাজিল দলে আক্রমণভাগের মধ্যমণি কে? চোটজর্জর নেইমারের কথা অনেকেই বলবেন। তবে সান্তোসের এই তারকা ফুটবলারকে যে মাঠে পাওয়াই দুষ্কর। সেলেসাওদের নতুন কোচ কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর একবারের জন্যও নেইমারকে পাননি।
নেইমারের অনুপস্থিতিতে আনচেলোত্তির ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গারকে এই কোচ থেকে বেশি ভালো আর কে জানেন ? আনচেলোত্তি ভিনিকে নিজ হাতে গড়েছেন, এমনটা বললে খুব বেশি ভুল হবে না। রিয়ালে সম্প্রতি কিছুটা ছন্দহীন ভিনিসিয়ুস। তবে ব্রাজিল দলে ২০২৩-২৪ মৌসুমের সেই ‘ভয়ংকর’ ভিনিসিয়ুসকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর আনচেলোত্তি।
সাধারণত ক্লাব কিংবা জাতীয় দলে আক্রমণভাগের বাঁ পাশে খেলতে অভ্যস্ত ভিনিসিয়ুস। তবে ব্রাজিলের ২৫ বছর বয়সী উইঙ্গারের পজিশনে নাকি পরিবর্তন আনবেন ব্রাজিল কোচ। আনচেলোত্তি জানিয়েছেন, ভিনিসিয়ুস জুনিয়রকে আক্রমণভাগের কেন্দ্রীয় ভূমিকায় খেলতে রাজি করিয়েছেন তিনি। কারণ তাঁর বিশ্বাস—এই পজিশনে খেললে রিয়াল মাদ্রিদের এই তারকা আরও কার্যকর হবেন।
ব্রাজিলের একটি জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন ‘প্লাকারকে’ আনচেলোত্তি বলেছেন, আমি ওকে (ভিনিসিয়ুস) দেখি হয় উইঙ্গার হিসেবে, নয়তো সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে। ভিনিসিয়ুসের অনেক গোল করার সামর্থ্য আছে। আমি ওকে বলেছিলাম- “দেখো, যখন তুমি উইং থেকে খেলো, একটা গোল করতে তিন-চারটা ড্রিবল আর সাত-আটবার বল ছোঁয়া লাগে। কিন্তু মাঝখানে খেললে, একবার সঠিক মুভ করলেই গোল হতে পারে।” ও ব্যাপারটা বুঝেছে, আর ওই পজিশনে খেলতেও ওর ভালো লাগে।’
তবে ভিনিসিয়ুসের মতো আক্রমণভাগের সৃজনশীল ফুটবলারকে একেবারে ফরোয়ার্ড পজিশনে খেলনো যে বোকামি সেটা ভালো করেই জানা আনচেলোত্তির, ‘আমরা এমন একজন খেলোয়াড়ের সুযোগ কাজে লাগাতে পারি, যিনি উইঙ্গার হিসেবে অনেক সাহায্য করতে পারেন। কিন্তু বক্সের ভিতরে তাকে ফরোয়ার্ড হিসেবে খেলানো যাবে না, কারণ সে সেখানে কোনো “ফোকাস পয়েন্ট” নয়। আমি বোকা নই যে তাকে সরাসরি বক্সের মধ্যে দিয়ে গোল করাবো। তবে যেখানে স্পেস বা খালি জায়গা আছে, সেখানে ভিনিসিয়ুস অত্যন্ত বিপজ্জনক।’
রিয়ালে আনচেলোত্তির অধীনে ভিনিসিয়ুস প্রায়শই বাঁ পাশ থেকে প্রতিপক্ষের বক্সের মাঝে এসে পেনাল্টি এরিয়ার গিয়ে গোলের কাছাকাছি অবস্থানে পজিশন বদল করতেন। ইতালির এই কোচের অধীনে বেশ সফলও হয়েছেন ভিনি।
২৫ বছর বয়সী ভিনিসিয়ুস ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ব্রাজিল দলের জন্য অভিষেকের পর থেকে ৪৩ ম্যাচে ৮টি গোল করেছেন। রিয়ালের ক্ষুরধার ভিনি ব্রাজিলে এসে সুবিধা করতে পেরেছেন কমই। আনচেলোত্তির মতো কোচই তো পারেন ভিনিকে জাগিয়ে তুলতে।
টিএম/টিএ