বার্সেলোনা আগামী গ্রীষ্মে রবার্ট লেভানদোস্কির বিকল্প খুঁজছে। কাতালান ক্লাবটির প্রথম পছন্দ এখন বায়ার্ন মিউনিখের ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বায়ার্নের সঙ্গে কেনের চুক্তির একটি বিশেষ ধারা কাজে লাগিয়ে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছে বার্সা।
লেভানদোস্কির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হবে চলতি মৌসুমের পর।
৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের স্থলে ৩২ বছর বয়সী কেনকে ‘আদর্শ বিকল্প’ হিসেবে দেখছে বার্সেলোনা। জানা গেছে, কেনের বায়ার্ন মিউনিখ চুক্তির একটি ধারা রয়েছে, যার মাধ্যমে ২০২৭ সালে শেষ হওয়ার আগেই মাত্র ৫৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নেওয়া সম্ভব হবে। জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারবেন।
২০২৩ সালের গ্রীষ্মে টটেনহাম হটস্পার থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে বায়ার্নে যোগ দেন হ্যারি কেন।
এরপর জার্মান ক্লাবটির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র ১১৩ ম্যাচে ১০৮ গোল করেছেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাবের হয়ে শততম গোল করা তিনিই সবচেয়ে দ্রুততম খেলোয়াড়।
কেনের পাশাপাশি আরেক ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডকেও স্থায়ীভাবে দলে রাখার চিন্তা করছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলা রাশফোর্ডের স্থায়ী চুক্তির অপশন রয়েছে ৩০ মিলিয়ন পাউন্ডে।
স্পেনে দুর্দান্ত সূচনায় তিনি ১৬ ম্যাচে করেছেন ৬ গোল ও ৯ অ্যাসিস্ট।
বায়ার্নে যোগ দেওয়ার পর একদিন প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন কেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এখন সেই সম্ভাবনা কিছুটা কমে এসেছে।
কেন বলেন, “যখন প্রথম বায়ার্নে আসি, তখন নিশ্চিত ছিলাম একদিন প্রিমিয়ার লিগে ফিরব। কিন্তু এখন এখানে কয়েক বছর কাটিয়ে মনে হচ্ছে, সেই ইচ্ছা কিছুটা কমেছে। তবে আমি কখনোই ‘না’ বলব না।”
তিনি আরো যোগ করেন, ‘জীবনে কখন কোন সুযোগ আসবে, কেউ জানে না। এখন আমি বায়ার্নে সম্পূর্ণ মনোযোগী। পরিবার ও সন্তানরা এখানে ভালো আছে, সেটিও আমার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তবে ভবিষ্যতে কী হবে, বলা মুশকিল।’
এমআর/টিএ