প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তাই ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তেমন উচ্ছ্বাস ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সব বদলে দিলেন হামজা চৌধুরী। দুই গোলে গ্যালারিতে সৃষ্টি করলেন উচ্ছ্বাস, আশা দেখালেন জয়ের। তবে তাকে মাঠ ছাড়তে হয়েছে চোট নিয়ে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত খেলছিলেন হামজা। তিনি যত সময় মাঠে ছিলেন খেলায় প্রাণ ছিল। ম্যাচের শেষদিকে কোচ হাভিয়ের কাবরেরা বদলি করতে যাচ্ছিলেন জামাল ভূঁইয়াকে। তিনি হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ডও খুলে ফেলেছিলেন।
তবে হঠাৎই ক্যামেরা চলে যায় মাঠের অন্যদিকে। সেখানেই দেখা যায় মাঠে কিছুটা অস্বস্তিবোধ করছেন হামজা। ফলে কাবরেরাও নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাধ্য হন। জামালের পরিবর্তে বদলি করান হামজাকে।
হামজা মাঠ ছেড়ে যাওয়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ডাগআউটে তার পায়ে বরফের শেক দিতে দেখা যায়। ম্যাচ শেষে করমর্দন করার সময়ও তার পায়ে বরফ লাগানো দেখা যায়। তবে ঠিক কী ধরনের চোটে পড়েছেন হামজা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হামজার চোট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের ফুটবল প্রেমীদের জন্য। এর আগে বিরতি থেকে ফিরেই ম্যাচের ৪৬ মিনিটে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে গ্যালারিতে উচ্ছ্বাস ফিরিয়ে আনেন তিনি। ৪ মিনিট পরই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বাংলাদেশকে লিড এনে দেন হামজা। অবশ্য শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।
এসএস/টিএ