২০২৫-২৬ মৌসুমে নতুন নাম করন করা হয়েছৈ রিয়াল মাদ্রিদের হোম ভেন্যুর। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ‘সান্তিয়াগো’ অংশটি বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
১৯৪৭ সালের ১৪ ডিসেম্বর স্টেডিয়ামটি উদ্বোধন হয়। তখন নাম ছিল নুয়েভো এস্তাদিও চামার্টিন। উদ্বোধনী ম্যাচে পর্তুগালের ক্লাব ওস বেলেনেন্সেসকে আতিথ্য দেয় লস ব্লাঙ্কোসরা। ঠিক পাঁচ বছর পর স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। তখন নাম রাখা হয় ‘সান্তিয়াগো বার্নাব্যু’। নাম পরিবর্তনের সঙ্গে কাঠামোগত পরিবর্তন আনা হয় এবং আসন সংখ্যা বাড়ানো হয়।
২০১৯ সাল থেকে একটি বড় রিমডেলিং প্রকল্প চালু হয়, যেখানে অন্তর্ভুক্ত ছিল রিট্র্যাক্টেবল ছাদ, আধুনিক সুবিধা, বাণিজ্যিক স্পেস এবং ভবিষ্যতের উপযোগী ডিজাইন করা হয়। প্রায় ৭০ বছর পর তৃতীয়বারের মতো নামকরণ করা হলো সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের হোম ভেন্যুর। এখন থেকে স্টেডিয়ামটিকে শুধু ‘বার্নাব্যু’ নামে ডাকা হবে।
ক্লাবটি বিশ্বাস, নাম ছোট করলে তারা বেশি স্পনসর আকর্ষণ করতে পারবে এবং বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবে। এজন্য এই পরিবর্তন করা হয়েছে।
এসএস/টিএ