সাতক্ষীরার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরায় দুটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে হাড়দ্দাহ মাঝেরপাড়া গ্রামের শামীম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে এক বছর আগে চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় ওই চক্রের সঙ্গে জড়িত আরও দুইজন হাড়দ্দাহ মাঝেরপাড়ার মো. সাইদুল হোসেন শিফা এবং পদ্মশাখরা গ্রামের মো. লাভলু হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের হেফাজতে থাকা আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার দুইজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য হিসেবে সাতক্ষীরা সদর থানায় মামলা রয়েছে।
এমকে/এসএন