কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। এর আগে, তিনি উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) ভূমি সংস্কার বোর্ডে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য জানানো হয়।
এর আগে, চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সিফাত মেহনাজ।
আরপি/এসএন