বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর আবারও মনে করিয়ে দিলেন নিজের সীমা ছুঁড়ে ফেলার সেই পুরোনো সত্যিটা। এক ভাবনা শেয়ার করে তিনি বলেছেন, যে সৎ কাজটা তোমাকে ভয় দেখায়, ঠিক সেখানেই লুকিয়ে থাকে তোমার উন্নতির পথ। তাঁর এই কথায় উঠে এসেছে নিজের আরামদায়ক ঘরানা থেকে বেরিয়ে আসার অনুপ্রেরণা, উঠে এসেছে ভয়কে জিতে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার আহ্বান।
রণবীরের অভিনয় জীবনেও এমন অনেক মুহূর্ত আছে, যখন তিনি নিরাপদ পথ ছেড়ে বেছে নিয়েছেন কঠিন চরিত্র। তিনি জানেন, যে সিদ্ধান্ত প্রথমে ভীত করে তোলে, সেটাই শেষে মানুষকে বদলে দেয় ভেতর থেকে। তাই তাঁর বার্তা, ভয়কে ভয় ভাবো না, বরং তাৎপর্য বুঝে এগিয়ে যাও। কারণ ভয়ই বলে দেয় তুমি ঠিক জায়গায় আঘাত করেছ, আর ঠিক সেই জায়গাতেই আছে তোমার নতুন শেখা, নতুন উন্নতি।
তারকাদের ঝলমলে জগতের আড়ালে থাকা সংগ্রামগুলো সাধারণের চোখে পড়ে না। কিন্তু রণবীরের কথায় বোঝা যায়, নিজের সত্যিকারের উন্নতি কখনোই আসে না সহজ পথে হাঁটলে। সাহস নিয়ে যে পথটি প্রথমে কাঁপিয়ে তোলে, সেখান থেকেই জন্ম নেয় নতুন রূপ, নতুন আত্মবিশ্বাস। তিনি যেন আজকের তরুণদের চোখ খুলে দিয়ে বললেন, নিজের ভয়কে এড়িয়ে না গিয়ে বরং তাকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার মধ্যেই আছে ভবিষ্যতের আলো।
এই বার্তা শুধু অভিনয়জগতের জন্য নয়, জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য নিজের ভেতরে জমে থাকা সংশয় ভেঙে সাহসী সিদ্ধান্তে এগিয়ে গেলে তবেই পাওয়া যায় নিজের প্রকৃত সম্ভাবনার দেখা। রণবীর কাপুর সেই কথাই আবারও মনে করিয়ে দিলেন তাঁর সহজ অথচ গভীর উক্তিতে।
আরপি/এসএন