সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী সম্প্রতি মানুষের জীবন ও স্বাধীন চিন্তার গুরুত্ব নিয়ে একটি গভীর মন্তব্য করেছেন। তিনি বলেন, “শিকড় খুব দরকার, কিন্তু এমন শিকড়ের কি দরকার? যে শিকড় স্বপ্ন দেখতে বাধা দেয়? নিজেদের মনে একটা বড় আকাশ তৈরি করো, যেখানে পাখা মেলে ওড়া যাবে।”
কৌশিকীর বক্তব্য থেকে বোঝা যায়, জীবনে মজবুত শিকড় থাকা জরুরি, তবে শিকড়কে সীমাবদ্ধতা হিসেবে ধরা উচিত নয়। শিকড় এমন হওয়া উচিত যা স্বপ্ন দেখা এবং নতুন দিগন্তে উড়তে সাহায্য করে। নিজের মনকে মুক্ত রেখে বড় লক্ষ্য ও সম্ভাবনার আকাশ তৈরি করার আহ্বান দিচ্ছেন তিনি।
এমকে/এসএন