বলিউড অভিনেত্রী হুমা কুরেশি প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত জীবনের একটি গভীর অধ্যায়ের কথা। ‘মহারানি’ ও ‘দিল্লি ক্রাইম’-এর মতো সাম্প্রতিক কাজগুলোতে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হুমা, তবে বলিউডে পদার্পণের প্রথম দিনগুলো মোটেও সহজ ছিল না। তাঁর পরিবার প্রথমদিকে অভিনয়ের প্রস্তাবকে বিশ্বাস করতে পারেননি।
হুমা জানান, বাব-মা ভেবেছিলেন মেয়েকে হয়তো কোনও খারাপ চক্র যৌনকর্মীর কাজে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেছেন, “আমার বাবা-মা বিশ্বাসই করতে চাননি যে আমাকে ছবিতে নেওয়া হবে। ওঁরা ভেবেছিলেন, আমাকে যৌনকর্ম সংক্রান্ত কোনো কাজের প্রস্তাব দেওয়া হয়েছে।” এই ভুল বোঝাবুঝি কাটিয়ে হুমাকে নিজে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ কাজের সুযোগ পান, যদিও প্রথম যে ছবির জন্য স্ক্রিন টেস্ট করেছিলেন, সেটি শেষ পর্যন্ত হয়নি।
হুমা আরও বলেন, “আমি এখন পিছন ফিরে তাকাই। ভাবি, আমি নিজের চেষ্টায় কিছু অর্জন করতে পারি—এই ধারণা তখন তাদের ছিল না। অনেক ভাবে আমাকে বাবা-মাকে বোঝাতে হয়েছে। আসলে আমার বাবা-মা এই জগতের সঙ্গে পরিচিত নয়, তাই তাঁরা বিষয়টা ঠিকমতো বোঝেননি।” প্রথম সুযোগটি পেতে তিনি নির্মাতাদের অফিসে গিয়েছিলেন, চিত্রনাট্য পড়েছিলেন এবং পরের দিন স্ক্রিন টেস্ট দিয়ে সুযোগটি পান।
এভাবেই হুমা কুরেশি বলিউডে নিজের প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন, পারিবারিক সন্দেহ ও সামাজিক অনিশ্চয়তা পেরিয়ে সঠিক সুযোগ কাজে লাগালে প্রতিভা স্বীকৃতি পায়। তাঁর সংগ্রাম নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
আরপি/এসএন