বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে গত মৌসুমের সেরা গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি ব্রাজিলের কিংবদন্তি মার্তা নারী ফুটবলের জন্য ফিফা মার্তা অ্যাওয়ার্ডে শর্টলিস্ট হয়েছেন। ইয়ামালের মনোনীত গোলটি তিনি মে মাসে এস্পানিয়লের বিরুদ্ধে করেন। বক্সের বাইরে থেকে একটি অসাধারণ বাঁকানো শটে গোলটি করা হয়।
অন্যদিকে মার্তা তার গোলটি করেন অরল্যান্ডো প্রাইডের হয়ে ক্যানসাস সিটি কারেন্টের বিপক্ষে, যেখানে তিনি দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান। গতবারও এই পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।
আগে নারী ও পুরুষ ক্যাটাগরি এক করে বছরের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ দেওয়া হতো। কিন্তু গত বছর থেকে নারীদেরকে আলাদা করে সেরা গোলের জন্য ‘মার্তা পুরস্কার’ দেওয়া হচ্ছে।
ফিফা প্রতিটি পুরস্কারের জন্য ১১ জন প্রার্থী বেছে নিয়েছে। ভোট দেওয়া হয় সমান ভাগে অনলাইন ভক্তদের এবং সাবেক আন্তর্জাতিক খেলোয়াড়দের দ্বারা। পুরুষদের পুরস্কারের অন্য মনোনীতদের মধ্যে আর্সেনালের ডেক্লান রাইস (রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারফাইনালে ফ্রি-কিক) এবং লুকাস রিবেইরো (মমেলোদি সানডাউন্সের হয়ে সেন্টার স্পট থেকে এককভাবে গোল) অন্তর্ভুক্ত।
নারী ফুটবল অ্যাওয়ার্ডে মনোনীত আছেন আলি সেন্টনর (যুক্তরাষ্ট্রের হয়ে কলম্বিয়ার বিরুদ্ধে চমৎকার শট) এবং বিবিয়ান মিয়েদেমা (নেদারল্যান্ডসের হয়ে নারী ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ওয়েলসের বিরুদ্ধে ফ্লোটিং শট)। ভোটের শেষ তারিখ ৩ ডিসেম্বর। তবে পুরস্কারটি কখন প্রদান করা হবে তা এখনো নিশ্চিত নয়।
আইকে/এসএন