জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, আওয়ামী লীগ মার্কা নয়, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। তবে কিছু দল বিএনপি ও বর্তমানর সরকারের ওপর নাখোশ। তারা সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও ভরাডুবির ভয়ে দলীয় দাবিগুলো সরকারকে দিয়ে বাস্তবায়নের করতে চায়। তারা জনগণের রায়কে ভয় পায়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় চাটখিল-সোনাইমুড়ী আসনে বিএনপির এই প্রার্থী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জের নির্বাচন হিসেবে গ্রহণ করেছে। তাই গত ১৫ বছরের দুঃশাসন থেকে আগামী নির্বাচনে জয় লাভ করতে হলে চ্যালেঞ্জে মনে করে ধানের শীষের প্রার্থীকে সব বাধা-বিপত্তি অতিক্রম করে বিপুল ভোটে জয় লাভ করাতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের নির্বাচন।
খোকন বলেন, বিএনপি প্রাণ হলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ সব অঙ্গ সংগঠন। একটি নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু এ কাজ করতে হবে অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে। এ কারণে বিএনপির অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোনাইমুড়ী পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ মাহবুবে রেজা রাব্বীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবন্দ।
ইএ/এসএন