শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিলো ধামাকা কনসার্ট! যে কনসার্টে গাওয়ার কথা দুই দেশের দুই কিংবদন্তী শিল্পী! একজন বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস, এবং অন্যজন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জুনুন’ এর আলী আজমত।
সবই ঠিক ছিলো। এমনকি এই কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী আলী আজমত। কিন্তু শুক্রবার সকালে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজের পক্ষ থেকে এলো দুঃসংবাদ!
প্রতিষ্ঠানটির পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। আর সে কারণেই শেষ সময়ে এসে কনসার্ট স্থগিত কনতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
মূলত বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। এসব কারণেই এই অঞ্চলে গণজমায়েত নিয়ে সতর্ক প্রশাসন।
তবে আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগির বহুল প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে আপডেট জানানো হবে। ধারণা করা হচ্ছে, ভেন্যু পরিবর্তন করে অন্যত্র হতে পারে এই কনসার্ট। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
এ বিষয়ে জানতে সহ-আয়োজক প্রতিষ্ঠান স্টেট মিডিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা দেশের এক গণমাধ্যমকে জানান, কনসার্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে ইতিমধ্যে আলোচনায় বসেছেন তারা। আজকেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। যারা টিকেট কিনেছেন, তাদেরকেও পরবর্তী তারিখ ও ভেন্যু সম্পর্কে জানিয়ে দেয়া হবে। একইসঙ্গে আয়োজকদের ফেসবুক পেজগুলোতেও এ বিষয়টি জানিয়ে দেয়া হবে।
“আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যত দ্রুত সম্ভব নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা যায়। খুব শিগগিরই স্পনসর, স্টল মালিক ও টিকিটধারীদের নতুন তারিখ ও ভেন্যুর বিষয়ে জানানো হবে।” জানান আয়োজকরা।
এবি/টিকে