বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দল, আপনাদের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর-৬ আসনে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এইসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কখনোই মানুষকে ছেড়ে পালিয়ে যায় না অথবা ভয়ে আত্মসমর্পণও করে না। সেই জন্য মানুষের সুযোগ সুবিধা, দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপি অত্যন্ত সচেতন। সেই কথা চিন্তা বিএনপি আজ জনগণের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে।
এমআর/টিকে