বলিউডের সুপারস্টার এবং 'অ্যানিমেল' খ্যাত অভিনেতা রণবীর কাপুর, যিনি তাঁর প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা হিসেবে পরিচিত, সম্প্রতি জীবন সম্পর্কে এক গভীর এবং বাস্তবসম্মত দর্শন শেয়ার করেছেন। তিনি মনে করেন, জীবনে ভুল করা বা পড়ে যাওয়াটা অত্যন্ত জরুরি।
রণবীর বলেন, "পড়ে যাওয়া দরকার, তবেই উঠে দাঁড়ানো শেখা যায়।" এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ব্যর্থতা বা হোঁচট খাওয়া জীবনেরই অংশ এবং এই ব্যর্থতাই আমাদের ঘুরে দাঁড়ানোর আসল শক্তি জোগায়।
তিনি আরও যোগ করেন, "কারণ জীবন ভুল আর শেখার পথেই এগিয়ে যায়।" রণবীরের মতে, জীবন কখনোই নিখুঁত বা ভুল-ত্রুটিহীন হতে পারে না। আমরা প্রতিনিয়ত ভুল করি এবং সেই ভুলের মাধ্যমেই নতুন কিছু শিখি, যা আমাদের এগিয়ে চলতে সাহায্য করে। তাঁর এই দর্শন শেখায় যে, ব্যর্থতাকে ভয় না পেয়ে, তাকেই শিক্ষার অঙ্গ হিসেবে গ্রহণ করা উচিত।
এবি/টিকে