আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে নুসরাত তাবাসসুম বলেন, আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।
আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।
তিনি আরো বলেন, আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত লড়াই করে টিকে গেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি—সেসব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।
ইএ/এসএন