জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামী দল। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া চৌড়হাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আমরা কোনোভাবেই মেনে নেব না। জুলাই আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেব না এই ইউনুস সরকারকে। এই ইউনুস সরকার চালাকি করছে। জনগণের সঙ্গে কোনো চালাকি চলবে না। শেখ হাসিনাও চালাকি করেছিল। তার অবস্থা কী হয়েছিল তা আপনারা জানেন।
বক্তারা আরও বলেন, আপনারা মনে করছেন বিএনপি ক্ষমতায় আসতে পারে। গোপনে চক্রান্ত করছেন। দেশের জনগণ এসব চক্রান্ত ও চালাকি মেনে নেবে না। সারা দেশে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশ হবে আগামীর বাংলাদেশ। ইসলামী শক্তির বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে চক্রান্ত করছেন। যে ছলচাতুরি করছেন, বিএনপির সঙ্গে কানাঘুষা করছেন, নির্বাচনের দিন গণভোট হবে। ইসলামী শক্তি তা সরাসরি প্রত্যক্ষ করছে। আমাদের দাবি, চলতি নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। যেভাবে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, যেভাবে সৈরাচারের পতন ঘটিয়েছে, আমাদের দাবি মানা না হলে আপনাদেরও বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেব।
সমাবেশে জামায়াতে ইসলামের কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসাইন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আপনাদের ক্ষতায় বসিয়েছিলাম। জুলাই বিপ্লবে যাদের কোনো অংশগ্রহণ নেই, তাদের সঙ্গে আঁতাত করে ইউনুস সরকার জুলাই বিপ্লবীদের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনে আপনাকে যে ভাবে এনে বসানো হয়েছে, সেই ভাবেই আপনাকে নামানো হবে।
কুষ্টিয়া পৌরসভার সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামী দলের বিক্ষোভ সমাপ্ত হয়।
এবি/টিকে