ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, ইউক্রেনকে সামরিক ও বেসামরিক সহায়তা অব্যাহত না রাখা বা বাড়ানো—এ দুটোর যেকোনোটি বন্ধ করা হবে অযৌক্তিক।
বার্লিনে ইউরোপীয় মন্ত্রীদের এক বৈঠকে তিনি ইউক্রেনের জন্য ১২তম সহায়তা প্যাকেজ অনুমোদন করেন।
ক্রোসেত্তো জানান, শীতকালীন সময়ে ইউক্রেনের জ্বালানি সংকট মোকাবিলায় ইতালি বৈদ্যুতিক জেনারেটর পাঠাবে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুরু থেকেই ইউক্রেনের জোরালো সমর্থক। তবে তার ডানপন্থী জোটের কিছু সদস্য এ বিষয়ে একমত নন।
দেশটির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি সম্প্রতি বলেন, ইতালি আরও ৫০ বছর ধরে অর্থ ও অস্ত্র পাঠাতে পারে না।
সূত্র: আল-জাজিরা
ইএ/টিকে