ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় একটি নতুন আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (১৪ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা প্রস্তাবিত দুইটি স্থান পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এত গ্যাস মজুদ নেই। ভোলার এই গ্যাস আমরা দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই কাজ শুরু হবে।"
তিনি আরও জানান, নতুন সার কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে, যা প্রকল্পের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। স্থান নির্বাচনের বিষয়ে তিনি বলেন, পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপযোগিতা দেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
উপদেষ্টারা জানান, কৃষিখাতে সার উৎপাদনের সক্ষমতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমাতে সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভোলায় এই কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
পরিদর্শনকালে তিনটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, ভোলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামোগত সুবিধা ও পরিবেশগত প্রভাব বিবেচনায় বিভিন্ন তথ্য উপদেষ্টাদের সামনে উপস্থাপন করা হয়।
টিজে/টিকে