শেহনাজ গিল নিজেকে ‘খুব স্বাভাবিক একজন নারী’ বলে মনে করেন। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বিয়ে করা এবং সন্তানের মা হওয়ার ইচ্ছা তার বহুদিনের। সেই ইচ্ছাকে তিনি ব্যক্তিগত স্বপ্নের পাশাপাশি নারীর স্বাভাবিক জীবনের অংশ বলেও উল্লেখ করেছেন।
শেহনাজ বলেন, “আমি বিয়ে করতে চাই, বাচ্চার মা হতে চাই। এই ইচ্ছাটা স্বাভাবিক। যদি না হয়, তাহলে আমি প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছি।”
তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নিবিড়ভাবে আলোচিত হচ্ছে তার ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিবার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি।
বহু ভক্ত তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, জনপ্রিয়তায় শীর্ষে থাকা একজন অভিনেত্রী হয়েও শেহনাজ যে খোলামেলা ভাষায় নিজের ইচ্ছে প্রকাশ করেছেন, তা অনুপ্রেরণাদায়ক।
অন্যদিকে শোবিজ মহলে বলা হচ্ছে, শেহনাজ গিল অতীতে নানা ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও এখন নিজের ভবিষ্যৎ নিয়ে স্থির সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। তার মতে, জীবনের নির্দিষ্ট পর্যায়ে স্থায়ী সম্পর্ক এবং মাতৃত্ব নারীর স্বাভাবিক আকাঙ্ক্ষা। তাই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান।
শেহনাজের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত ও অনুসারীরা তার সুখী ভবিষ্যতের কামনা করছেন। তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় কখন শুরু হবে, সেটিই এখন দর্শক এবং অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ইউটি/টিএ