টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জের। নিজের শুরুর দিককার সংগ্রামের কথা জানাতে গিয়ে তিনি বলেন, প্রথম দিকে সংবাদমাধ্যমে লেখা হতো—মেয়েটার কোনও গ্ল্যামার নেই। এই মন্তব্য তাঁকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। কীভাবে নিজের সাজ–পোশাকে কিংবা উপস্থিতিতে পরিবর্তন আনবেন, তা শুরুতে বুঝেই উঠতে পারছিলেন না তিনি।
কোয়েল জানান, সমালোচনার চাপেই নিজের লুকে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। একসময়ে পুরো চুল সোনালী রঙে রাঙিয়ে হাজির হন নতুন রূপে। সেই সাহসী পরিবর্তনই তাঁকে নতুন আলোচনায় নিয়ে আসে।
অভিনেত্রীর মতে, ক্যারিয়ারের প্রথমদিকে এ ধরনের মন্তব্য মানসিক ভাবে ভেঙে দিতে পারে যে কাউকে। কিন্তু তিনি নিজে সেই সমালোচনাকে শক্তিতে রূপান্তর করেছিলেন। তাঁর কথায়, মানুষের চোখে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাইলে কখনও কখনও বদলে যেতে হয় নিজের ভেতর থেকেই।
টলিউডে দীর্ঘ দুই দশকের পথচলায় এখন কোয়েল মল্লিক এক প্রতিষ্ঠিত নাম। গ্ল্যামার নিয়ে একসময়ের সমালোচনা আজ শুধুই অতীতের স্মৃতি।