চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে বিএনপির ৫৩ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আলোকদিয়া আকন্দবাড়িয়া গ্রামের একটি স্কুল মাঠে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। তিনি ফুলের মালা ও ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের গ্রহণ করেন এবং তাদেরকে হাতে হাত রেখে স্বাগত জানান। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, 'বন্ধুরা বিশ্বাস করুন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। কোনো মানুষ যেন পিছিয়ে না থাকতে পারে। আমাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব।'
তিনি আরও বলেন, 'আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নয়। আজকে যে সকল বন্ধুরা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব।'
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, আলোকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মমিন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন।
ইউটি/টিএ