বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আবারও জানালেন তাঁর স্পষ্ট ও বাস্তবমুখী জীবনদর্শন। সম্প্রতি এক আড্ডায় তিনি বলেন, বেঁচে থাকা সবচেয়ে জরুরি, শিল্প তার পরের জিনিস। তাঁর ভাষায়, তুমি যদি বেঁচেই না থাকো, তবে শিল্প সৃষ্টি করবে কীভাবে?
অভিনেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনাও। শিল্পচর্চা কিংবা সৃজনশীলতার গুরুত্ব অস্বীকার না করেই জীবনের নিরাপত্তা, সুস্থতা এবং মানসিক স্থিতিশীলতাকেই তিনি প্রধান বলে মনে করেন।
পঙ্কজ ত্রিপাঠী বলেন, যেকোনও সৃষ্টিশীল কাজের জন্য প্রয়োজন শান্ত মন, নিরাপদ পরিবেশ ও সুস্থ দেহ—যা বেঁচে থাকার মৌলিক প্রয়োজনগুলোর সঙ্গেই জড়িয়ে আছে। তাই শিল্পীর প্রথম দায়িত্ব নিজের জীবন ও সুস্থতাকে রক্ষা করা।
শিল্প ও জীবনের সম্পর্ক নিয়ে তাঁর এই সরল অথচ গভীর মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, বর্তমান ব্যস্ততা ও প্রতিযোগিতার সময়ে এমন বার্তাই মানুষের প্রয়োজন।
অভিনেতার মতে, জীবনকে কেন্দ্র করেই সব শিল্প, সব সৃজনশীলতা। তাই জীবন বাঁচলেই শিল্প বাঁচে—এই উপলব্ধিই শিল্পীকে আরও বড় করে তোলে।