পরিবেশ বিধ্বংসী পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যবসায়ী আবুল কালামের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, খাবারে ব্যবহার করার জন্য মজুদ করে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ লেবেলবিহীন খাবারের রঙ, কেমিক্যাল, সুগন্ধি ও নিষিদ্ধ পলিথিন। এসব জিনিসপত্র জব্দ করে ভ্রাম্যমাণ আদালত অবৈধ পলিথিন ও কেমিক্যাল মজুদকারী ব্যবসায়ী মো. আবুল কালামকে (৫০) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
অভিযান পরিচালনা শেষে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, পরিবেশ বিধ্বংসী ও মানবদেহের জন্য ক্ষতিকর পলিথিনসহ অন্যান্য উপকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ভবিষ্যতে যদি এসব দোকান পলিথিন বিক্রি বন্ধ না করে, তাহলে জরিমানার পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা, এমনকি কারাদণ্ডও দেওয়া হতে পারে। পরিবেশ রক্ষায় শুধুমাত্র অভিযান নয়, নাগরিক সচেতনতার অংশগ্রহণই অপরিহার্য।
টিজে/টিএ